কি শোভা করেছেন সাঁই রঙমহলে
Ki Shova Korechen Shai Rongmohole
ফকির লালন সাই
কি শোভা করেছেন সাঁই রঙমহলে ।
অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায় গো ভুলে ।।
জলের মধ্যে কলের কোঠা
সপ্ত তালায় আয়না আঁটা
তার ভিতরে রূপের ছটা
মেঘে যেমন বিজলী খেলে ।।
লাল জরদ ছনি মনি
বের হয় যেন রূপ বাখানি
দেখতে শোভা যেমন অগ্নি
তারার মালা চাঁদের গলে ।।
গুরু রূপ যার বাঁধা হৃদয়
তাতে সে রূপ চোখে উদয়
এড়াবে শমনের দায়
লালন ম’লো অবহেলে ।।