কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে | Ki Maya Lagaili Roite Pari Na Ghore | Keylyrics

কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে
Ki Maya Lagaili Roite Pari Na Ghore
গীতিকার : মাদারীপুরের আব্দুর রশীদ
কি মায়া লাগাইলি রইতে পারিনা ঘরে।।
আমার হৃদয়ের ধন ও দয়াল চাঁদ পাব কী তোরে।।
কেমন জানি হইয়া গেলাম তোর প্রেমে পড়ে।।
আমার ঘরবাড়ি লাগে না ভালো চায় মন তোমারে।।
একবার যদি আসতে দয়াল পাপীর কুটিরে।।
আমি পরাণে পরণ মিশাইয়া দেখতাম তোমারে।।
আছি তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে।।
দাসী করে রাইখোরে তোমার চরণের পড়ে।।
মাদারীপুরের আব্দুর রশীদ কয় বিনয় করে।।
দয়া করে ও আবুল চাঁন যাইওনা ছেড়ে ।।
কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে | Ki Maya Lagaili Roite Pari Na Ghore | Keylyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *