কি মহিমা করলেন সাঁই | Ki Mohima Korlen Shain | Keylyrics

কি মহিমা করলেন সাঁই
Ki Mohima Korlen Shain
Keylyrics
ফকির লালন সাঁই
কি মহিমা করলেন সাঁই
বোঝা গেল না ।
আমার মন ভোলা চাঁদ ছলা করে
বাদী আছে ছয়জনা ।।
যতশত মনে করি
ভাব দেলেতে ঘুরে মরি
কোথায় রইলে দয়াল -বারি
ফিরে কেন চাইলে না ।।
করে তোর চরণের আশা
ঘটালো আমার এ দুর্দশা
সার হল কেবল যাওয়া আসা
কিনার তো আর পেলাম না ।।
জনম গেল দেশে দেশে
ভজন সাধন হবে কিসে
লালন তাই ভাবছে বসে
ভবে হলো যাতনা ।।
কি মহিমা করলেন সাঁই | Ki Mohima Korlen Shain | Keylyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *