কিছু কথা ছিল চোখে – Kichhu Katha Chhilo Chokhe

 কিছু কথা ছিল চোখে

Kichhu Katha Chhilo Chokhe
ছায়াছবি: কলঙ্কিনী
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: শ্যামল মিত্র
শিল্পী: কিশোর কুমার
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
উ উ উ বাজে সে সুর বুকে
কিছু কথা ছিল চোখে,
কিছু কথা ছিল মুখে
জানিনা কেন যে
বাজে সে সুর বুকে।
লজ্জা জড়ানো
তোমার মধুর হাসি
আমারই প্রানে,
যায়ে গো বাজিয়ে বাঁশি।।
তোমারই সে কথা
স্বপ্নেরই রূপকথা
জানিনা আমায়
ভরাল এ কোন সুখে
কিছু কথা ছিল চোখে,
কিছু কথা ছিল মুখে
জানিনা কেন যে
বাজে সে সুর বুকে।
কাকে বলে প্রেম
বুঝিনি কখনও আগে;
নিজেকে তাই
আজ এত ভাল লাগে।।
এই তো প্রথম
জীবনে ফাগুন এলো
আবির মাখানো
রক্তিম কিংশুকে।
কিছু কথা ছিল চোখে,
কিছু কথা ছিল মুখে
জানিনা কেন যে
বাজে সে সুর বুকে।।
…………………………………………………………………………
Kichhu Katha
Chhilo Chokhe
Kiichhu Kaatha
Chhilo Mukhe.
Janina Keno Je
Baje Se Sur Buke.
Lojja Jorano
Tomar Moodhur Hasi
Aamari E Prane
Jaaay Go Bajiye Banshi.
Tomari Se Katha
Swapneri Roopkatha
Janina Aamay
Bhoralo E Kon Sukhe.
Kaake Bolee Prem
Bujhini Kakhono Aage
Nijeke Je Taai
Aaj Eto Bhalo Laage.
Ei To Pratham
Jibonee Fagun Elo
Aabiir Makhano
Raktim Kingshuke.
…………………………………………………………………………
Translation:
A few words did eyes hide
A few words did lips hide.
Those tunes ring in heart,
Know not why.
Adorned with shies is your sweet smile.
In my heart it raises a melancholy chime.
All your words echo as dream tales.
They immersed me in unknown bliss,
know not why.
What is love didn’t fathom earlier.
So now I am feeling much happier.
This is first time I felt spring in my life.
In sun and sky sprinkled with perfumed red dye.

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *