কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
Kalo jole kucla tole dublo sonaton
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷
চিংরিমাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কি?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায় ৷
মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
(আর) যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷
পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার
দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার৷
কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কিষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা৷
Kalo jole kucla tole dublo sonaton