কালো জলে কুঁচলা তলে
Kalo Jole Kuchla Tole
ঝুমুর গান
কথা ও সুর: প্রচলিত
শিল্পী: অভিজিৎ বসু
Kalo Jole Kuchla Tole
ঝুমুর গান
কথা ও সুর: প্রচলিত
শিল্পী: অভিজিৎ বসু
কালো জলে কুঁচলা তলে
কালো জলে কুঁচলাতলে
ডুবলো সনাতন
আজ সারানা,কাল সারানা,
পাই যে দরশন।
লদীর ধারে চাষে বঁধু
মিছাই করো আশ
ঝিরিহিরি বাঁকা লদী
বইছে বারো মাস।
চিংড়ি মাছের ভিতর করা,
তায় ঢালেছি ঘি,
নিজের হাতে ভাব ছাড়েছি
ভাবলে হবে কি?
চালোর চুলা লম্বা কোঁচা
কুলি কুলি যায়
দেখি শ্যামের বিবেচনা
কার ঘরে সামায় ?
মেদিনীপুরের আয়না-চিরন
বাঁকুড়ার ওই ফিতা
আরে যতন করে বাঁধলি মাথা,
তাও যে বাঁকা সিঁথা।
পেঁচ পাড়িয়া রাজকুমারী
গলায় চন্দ্রহার
দিনে দিনে বাড়ছে তোমার
চুলেরই বাহার।
কলি কলি ফুল ফুলেছে
লীল কালো আর সাদা
কোন ফুলেতে কিষ্ট আছেন
কোন ফুলেতে রাধা?
কালো জলে কুঁচলাতলে
ডুবলো সনাতন
আজ সারানা,কাল সারানা,
পাই যে দরশন।
লদীর ধারে চাষে বঁধু
মিছাই করো আশ
ঝিরিহিরি বাঁকা লদী
বইছে বারো মাস।
Kalo Jole Kuchla Tole