কালী নামের পাল তুলে
Kali Namer Paul Tule
গীতিকার-নিখিল রঞ্জন মল্লিক
সুর-গৌতম মুখার্জী (সেন্টু)
শিল্পী-অন্তিম দীপ
কালী নামের পাল তুলে
আমার জীবন নায়ের মাস্তুলে
ভাসিয়েছি জীবন তরী।।
মাগো তুই নিয়ে যা কূলে।
কালী নামের পাল তুলে
আমার জীবন নায়ের মাস্তুলে।
সংসার সাগরে কত,
ঢেউ তুফান উঠে রে।।
সময় বয়ে গেলে
কেমনে যাব পারে।
সংসার সাগরে কত
ঢেউ তুফান উঠে রে।
সময় বয়ে গেলে
কেমনে যাব পারে।
তোর নামেতে ভাসিয়েছি তরী
মাগো লাগুক হাওয়া অনুকূলে
ভাসিয়েছি জীবন তরী।।
মাগো তুই নিয়ে যা কূলে
কালী নামের পাল তুলে
আমার জীবন নায়ের মাস্তুলে।
ভালো লাগেনা এই,
মিছে মায়ার সংসার।।
সবাইতো নিজের নিজের
বুঝিনা তো কে যে কার ?
ভালো লাগেনা এই
মিছে মায়ার সংসার
সবাইতো নিজের নিজের
বুঝিনা তো কে যে কার ?
মানব জনম ধন্য হবে
মাগো তোর স্নেহ আশিষ পেলে
ভাসিয়েছি জীবন তরী।।
মাগো তুই নিয়ে যা কূলে
কালী নামের পাল তুলে
আমার জীবন নায়ের মাস্তুলে
ভাসিয়েছি জীবন তরী।।
মাগো তুই নিয়ে যা কূলে
কালী নামের পাল তুলে
আমার জীবন নায়ের মাস্তুলে।