কালী কালী বল রসনা | Kali Kali Bol Rosona Lyrics

কালী কালী বল রসনা

Kali Kali Bol Rosona Lyrics

“রামপ্রসাদী গান”

(কন্ঠ-অজয় চক্রবর্ত্তী)
রাগিনী বসন্ত-বাহার-একতাল

কালী কালী বল রসনা

কালী কালী বল রসনা
কর পদ ধ্যান,নামামৃত পান(২)
যদি হতে ত্রান থাকে বাসনা
কালী কালী বল রসনা

ভাই-বন্ধু-সুত-দারা-পরিজন,
সঙ্গের দোসর নহে কোনজন
দুরন্ত শমন,বাঁধিবে যখন
বিনে ঐ চরন কেহ কারোনা
কালী কালী বল রসনা

দুর্গানাম মুখে বল একবার
সঙ্গের সম্বল দুর্গানাম আমার
অনিত্য সংসার নাহি পারাবার
সকলি অসার ভেবে দেখনা
কালী কালী বল রসনা

গেল গেল কাল বিফলে গেল
দেখনা কালান্ত নিকটে এল;
প্রসাদ বলে ভাল,কালী কালী বল
দূর হবে কাল যম-যন্ত্রণা
কালী কালী বল রসনা(৩)
কর পদ ধ্যান,নামামৃত পান(২)
যদি হতে ত্রান,থাকে বাসনা
কালী কালী বল রসনা(৩)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *