কাম নদীতে ঝড় আসিলে শান্ত হয়ে যাও
Kam Nodite Jhor Asile Shanto Hoye Jau
প্রেম বৈঠায় প্রেমের জলে উজান তরী বাও
কাম নদীতে ঝড় আসিলে শান্ত হয়ে যাও।।
না করিয়া হুরহুরি
বাঁচিয়ে চলো জলের বারি
মালামালের হিসাব রেখে
হাওয়ার ঝোকে পাল খাটাও।।
বানের তোরে আস্তে ধীরে
হালটা ধরো শক্ত করে
মুরশিদ নাম স্মরণ নিয়ে
দমের ঘরে কপাট দাও।।
ভজণ ভক্তি সর্বসার
গুরুর বাড়ি দমের দ্বার
পাড়ি দিতে প্রেম যমুনা
সময় থাকতে দীক্ষা নাও।।