কানাই কি অভাবে কার ভাবে ভাই ব্রজ ছেড়ে এলি | Kanai Ki Obhabe Kar Bhabe Bhai Brojo Chere Eli | Baul Song

কানাই কি অভাবে কার ভাবে ভাই ব্রজ ছেড়ে এলি
Kanai Ki Obhabe Kar Bhabe Bhai Brojo Chere Eli
কানাই কি অভাবে কার ভাবে ভাই ব্রজ ছেড়ে এলি
মধুর বৃন্দাবন শূন্য করি দেশান্তরী হলি।।
তোর মাথে চূড়া নাই
হাতে বাঁশি নাই
গলে নাই বনমালা
অঙ্গে নামাবলী কাধে ভিক্ষার ঝুলি
দুই নয়নে বহে ধারা।।
ও তুই আদরেরই ধন
ছিলে বৃন্দাবন
মা যশোদা শিরোমণি
নন্দরানী বিনে (গুণের ভাইরে কানাই) এ চাঁদ বদনে
কে দেবেরে সরননী।।
ও তুই অন্তরেরই আশা
যত ভালোবাসা
ছেড়ে আইলে রাখাল সংঘ
আপনে শ্রীহরি
কেনরে শ্রীহরি
হরি হরি বলে কাঁদো।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *