কানাই ও কানাই পার করে দে আমারে | Kanai O Kanai Par Kore De Amare | Key Lyrics

 কানাই  ও কানাই পার করে দে আমারে
 Kanai O Kanai Par Kore De Amare
কুমার শানু

কানাই  ও কানাই পার করে দে আমারে

আজিকার মথুরার বিকি দান করিব তোমারে।।

তুমিতো সুন্দর কানাই তোমার ভাঙ্গা না

কোথায় রাখবো দইয়ের পশরা কোথায় রাখবো পা।।

 কানাই  হো হো হো কানাই পার করে দে আমারে

আজিকার মথুরার বিকি দান করিব তোমারে।।

শুনে কানাই বলে তখন শোন রসবতি

ভরাকালে ভরা গাঙ্গে কেন এলে যুবতি।।

 কানাই  হো হো হো কানাই পার করে দে আমারে

আজিকার মথুরার বিকি দান করিব তোমারে।।

আগা নায়ে রেখে দই মাঝখানেতে বস্

ফুটিক ফুটিক ফেল জল লজ্জায় কেন ভাস।

 কানাই  হো হো হো কানাই পার করে দে আমারে

আজিকার মথুরার বিকি দান করিব তোমারে।।

সর্ব্ব সখী পার করিতে নেব আনা আনা

রাধিকারে পার করিতে নেব কানের সোনা।।

 কানাই  হো হো হো কানাই পার করে দে আমারে

আজিকার মথুরার বিকি দান করিব তোমারে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *