কাছে গেলে যদি দূরে সরে যাও, তাই আমি দূরে থাকি
Kache Gele Jodi Dure Sore Jau, Tai Ami Dure Thaki
শিল্পী-কুমার শানু
Kache Gele Jodi Dure Sore Jau, Tai Ami Dure Thaki
শিল্পী-কুমার শানু
কাছে গেলে যদি,দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি।।
ঘুমে অকারণে কিবা জাগরণে
শুধু তোমাকেই ডাকি।
তাই আমি দূরে থাকি।।
কাছে গেলে যদি,দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি।
আলো ভেবে আমি
আলেয়ার পিছে
ছুটেছি যে কতবার
ও ও আলো ভেবে আমি
আলেয়ার পিছে
ছুটেছি যে কতবার।
মনে শুধু আশা একটু ভরসা
আর শান্তি অপার।
মেটেনি সে আশা দু’চোখে কুয়াশা।।
জীবনে কেবলি ফাঁকি
তাই আমি দূরে থাকি।
কাছে গেলে যদি,দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি।
তুমি যদি হও সাথী কদিনের
কাছে ডেকো একবার
ও ও তুমি যদি হও সাথী কদিনের
কাছে ডেকো একবার।
জেনে রেখ তুমি এ জীবন ওগো
যাবেনা বিফলে আর।
মিটে যাবে আশা মুছবে নিরাশা।।
কিছুই রবেনা বাকী
তাই আমি দূরে থাকি।
কাছে গেলে যদি,দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি।
ঘুমে অকারণে কিবা জাগরণে
শুধু তোমাকেই ডাকি
তাই আমি দূরে থাকি।
কাছে গেলে যদি,দূরে সরে যাও
তাই আমি দূরে থাকি।