কলির ঠাকুর রামকৃষ্ণ যাহার নাম – Kolir Thakur Ramkrishna Jahar Naam

 কলির ঠাকুর রামকৃষ্ণ যাহার নাম

Kolir Thakur Ramkrishna Jahar Naam

কথা: অনীল চক্রবর্তী

সুর ও কণ্ঠ: নারায়ণ চট্টোপাধ্যায়

কলির ঠাকুর রামকৃষ্ণ যাহার নাম

যার কথামৃত ভবে অমৃত সমান

যিনি রাম তিনি কৃষ্ণ হয়েছেন অবতীর্ণ

পরমপুরুষ তিনি তিনি ভগবান

কলির ঠাকুর রামকৃষ্ণ যাহার নাম

যার কথামৃত ভবে অমৃত সমান।

[বলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ

যিনি যীশু তিনিই কৃষ্ণ]-২

বৈষ্ণবেরই নিমাই তিনি

ইসা,মুসা সব সমান

কলির ঠাকুর রামকৃষ্ণ যাহার নাম

যার কথামৃত ভবে অমৃত সমান।

কে তারে চিনেছে রাসমনি চিনেছে

মা সারদা চিনেছে

[আর চিনেছে বিলে নরেনই চিনেছে]-২

কামারপুকুর হলো ধন্য

দক্ষিণেশ্বর হলো পুণ্য

[তীর্থ হলো বঙ্গভূমি]-২

ধন্য শ্রীরামকৃষ্ণ নাম

কলির ঠাকুর রামকৃষ্ণ যাহার নাম

[যার কথামৃত ভবে অমৃত সমান]-২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *