কলিজাতে দাগ লেগেছে লিরিক্স
Kolijate Dag Legeche Lyrics
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার
Kolijate Dag Legeche Hajare Hajar
কথা-জীবন দেওয়ান
শিল্পী-আশিক
Kolijate Dag Legeche Hajare Hajar
কথা-জীবন দেওয়ান
শিল্পী-আশিক
কলিজাতে দাগ লেগেছে
হাজারে হাজার,
আমার ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।।
যার জন্য ঘর বানাইলাম
সে রাখল না ঘরে
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখির ঝড়ে।।
প্রানটা আমার ছটফট করে
বুকে হাহাকার,
ভালবাসার ময়নাপাখি
এখন জানি কার।।
শিকল কাটা পাখির মত
উড়িয়া যে গেল
সেদিন হতে আমার জীবণ
শুধু এলোমেলো।।
জাতের কুলে দাগ লাগাইলো
জাতের কুলে কালি দিল
কান্না হইল সার।
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।।
যার জন্য সব হারাইলাম
সেই রাখলো না মনে
কার জন্য যে এত ব্যাথা
সইলাম এ জীবনে।।
কেঁদে কয় জীবন দেওয়ানে
সুখের জীবন তার।
ভালবাসার ময়নাপাখি
এখন জানি কার।।
কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার
ভালো বাসার ময়না পাখি এখন জানি কার,
সিকল কাটা পাখির মতো, উড়িয়া সে গেলো,
সেই দিন হতে আমার জীবন শুধু এলোমেলো।।
জাতের কুলে দাগ লাগাইলো, কান্না হলো সার।
যার জন্য ঘর বানাইলাম, সে রইল না ঘরে,
সেই ঘর উড়ায়া নিলো, কাল বৈশাখী ঝড়ে।।
প্রাণ টা আমার ছটফট করে, বুকে হাহাকার,
যা জন্য সব হারাইলাম, সে রাখলো না মনে,
কার জন্য এতো ব্যথা, সইলাম এ জীবনে।।
ভেবে কয় জীবন দেওয়ানে, সুখের জীবন তার,
ভালো বাসার ময়না পাখি এখন জানি কার,
সিকল কাটা পাখির মতো, উড়িয়া সে গেলো,
সেই দিন হতে আমার জীবন শুধু এলোমেলো।।
জাতের কুলে দাগ লাগাইলো, কান্না হলো সার।
যার জন্য ঘর বানাইলাম, সে রইল না ঘরে,
সেই ঘর উড়ায়া নিলো, কাল বৈশাখী ঝড়ে।।
প্রাণ টা আমার ছটফট করে, বুকে হাহাকার,
যা জন্য সব হারাইলাম, সে রাখলো না মনে,
কার জন্য এতো ব্যথা, সইলাম এ জীবনে।।
ভেবে কয় জীবন দেওয়ানে, সুখের জীবন তার,