করুণা পাথার জননী আমার
Kouna Pathar Janani Amar
কথা-স্বামী চণ্ডিকানন্দ
খাম্বাজ-একতাল
করুণা পাথার জননী আমার,
এলে মা করুণা করিতে।।
তাপিতের তরে নরদেহ ধরে।।
অশেষ যাতনা সহিতে
এলে মা করুণা করিতে।
করুণা পাথার জননী আমার
এলে মা করুণা করিতে।
ত্রিদিব ত্যজিয়া এ ধরায় আসা,
সন্তান তরে কত কাঁদা-হাসা।।
অহেতুক তব এই ভালবাসা।।
পারি কি গো মোরা বুঝিতে ?
এলে মা করুণা করিতে।
করুণা পাথার জননী আমার
এলে মা করুণা করিতে।
শত জনমের যত পাপ হায়,
দিয়াছি ঢালিয়া ঐ রাঙা পায়।।
সকলি তো তুমি সহিলে হেলায়।।
কোল দিতে কত তাপিতে;
এলে মা করুণা করিতে।
করুণা পাথার জননী আমার
এলে মা করুণা করিতে।
তাপিতের তরে নরদেহ ধরে।।
অশেষ যাতনা সহিতে
এলে মা করুণা করিতে।
করুণা পাথার জননী আমার
এলে মা করুণা করিতে।
ভকতি-বিহীন হৃদয় আমার,
কেমনে পূজিব শ্রীপদ তোমার।।
নয়ন ভরিয়া দাও প্রেমধার।।
পদপঙ্কজ ধোয়াতে;
এলে মা করুণা করিতে।
করুণা পাথার জননী আমার।।
এলে মা করুণা করিতে।।।