কয় দমে হয় দিন রজনী
Koy Dome Hoy Din Rojoni
কয় দমে হয় দিন রজনী ঘুরানা ফিরানা।
কয় দমে বাজে ঘড়ি করো রে ঠিকানা।।
দেহের খবর যে জন করে,
আলেকবাজি ধরতে পারে,
আলেকদম হাওয়ায় চলেরে,
কি আজব কারখানা।।
ছয় মহলে ঘড়ি ঘোরে,
শব্দ হয় নিঃশব্দের ঘরে,
কল কাঠি রয় মনের দ্বারে,
দমে আসল বেনা।।
দমের সঙ্গে করো মিলন,
অজান খবর জানবেরে মন,
বিনয় করে বলছে লালন,
ঠিকের ঘর ভুল না।।