কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়
Kobe Sadhur Coron Dhuli Mor Lagbe Gay
ফকির লালন সাঁই
কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়।
আমি বসে আছি আশা সিন্ধু কূলে সদাই।।
চাতক যেমন মেঘের জল বিনে
অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানে
ওসে তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে
হইলো ঐ দশা আমায়।।
ভজন সাধন আমাতে নাই
কেবল মহৎ নামের দেই গো দোহাই
তোমার নামের মহিমা জানাও গো সাঁই
পাপীর হও সদয়।।
শুনেছি সাধুর করুণা
সাধুর চরণ পরশিলে হয় গো সোনা
বুঝি আমার ভাগ্যে তাও হলো না
ফকির লালন কেঁদে কয়।।