কবে যাবে বল গিরিরাজ গৌরীরে আনিতে
Kobe Jabe Bolo Giriraj Gourire Anite
কবে যাবে বল গিরিরাজ গৌরীরে আনিতে
কবে যাবে বল গিরিরাজ,
গৌরীরে আনিতে।
ব্যাকুল হইয়েছে প্রাণ
উমারে দেখিতে হে।
কবে যাবে বল গিরিরাজ।
গৌরী দিয়ে দিগম্বরে,
আনন্দে রয়েছো ঘরে।।
কি আছে তব অন্তরে,
না পারি বুঝিতে।
কবে যাবে বল গিরিরাজ।
কামিনী করিল বিধি,
তেঁই হে তোমারে সাধি,
নারীর জনম কেবল
যন্ত্রণা সহিতে।
কবে যাবে বল গিরিরাজ।
সতিনী সরলা নহে,
স্বামী সে শ্মশানে রহে,
তুমি হে পাষাণ,
তাহে না কর মনেতে।
কমলাকান্তের বাণী,
শুন হে শিখরমণি,
কেমনে সহিবে
এত মায়ের প্রাণেতে।
কবে যাবে বল গিরিরাজ,
গৌরীরে আনিতে।