কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
Kobita Porar Prohor Eseche Rater Nirjone শিল্পী/Singer: তাসমিম জামান স্বর্ণা | Tasmim Jaman Showrna সুরকার/Composer: লাকী আখন্দ | Lacky Akhand গীতিকার/Lyricist: কাওসার আহমেদ | KAwsar Ahmed
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতার সাথে চৈতী রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে
সেই কথা ভেবে পিছু চাওয়া মোর
স্মৃতির নকশা বুনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
অতীতের ছবি আঁকা হয়ে গেলে
চারিদিকে এই চোখ দুটি মেলে
পলাতক আমি কোথা যেন যাই
আঁধারের রিদন শুনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে