কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই – Coffee House Er Sei Addata aaj ar nei | Song Lyrics

কফি হাউসের সেই আড্ডাটা

Coffee House Er Sei Addata
তাল: কাহারবা
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: সুপর্ণকান্তি ঘোষ
সঙ্গীত: সুপর্ণকান্তি ঘোষ
শিল্পী: মান্না দে
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ
কফি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই,
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
লা লা লা লা লা
নিখিলেশ প্যারিসে মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যাণ্ডের গীটারিস্ট,
গোয়ানিশ ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে
আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে
জীবন করেনি তাকে ক্ষমা হায়।
কপি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই,আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখপতি স্বামী তাঁর
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ি বাড়ি সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকত
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে
ডি সুজাতা বসে শুধু থাকতো ও ও
কপি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই,আজ আর নেই
লা লা লা লা লা লা লা লা লা
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনার ঠোঁটে জ্বলত
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম ।
কপি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই,
আজ আর নেই
লা লা লা লা লা লা লা লা লা
কবি কবি চেহারা
কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে
রমা রায় অভিনয় করত
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কী লিখেছে তাই শুধু পড়ত ও ও
কপি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই,আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকালগুলো সেই,
আজ আর নেই
সেই সাত জন নেই আজ
টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা অাজও খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেল কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায়।
কফি হাউসের সেই আড্ডাটা
আজ আর নেই,আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
হুঁ হুঁ হুঁ হুঁ লা লা লা লা লা লা
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *