কত সহজেই যে পর – Koto Sohojei Je Por | Key Lyrics

কত সহজেই যে পর
Koto Sohojei Je Por
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অরূপ প্রণয়
শিল্পী: কুমার শানু
[কত সহজেই যে পর হওয়া যায়
কত সহজেই যে পর হওয়া যায়
তুমি তা শেখালে জানলাম বাঁধা ঘর
অনায়াসে ভেঙ্গে দেয়া যায়]-২
কত সহজেই যে পর হওয়া যায়।
[যে ফুল ফোটাতে হয় যত্ন করে
আলো আর বাতাসের কত আদরে]-২
তুমি যে শেখালে সেই ফুটে উঠা ফুল
খুশিমত ছিঁড়ে ফেলা যায়
[কত সহজেই যে পর হওয়া যায়]-২
[যে প্রেম জীবনে আসে বহু সাধনায়
অনেক আনন্দে বহু বেদনায়]-২
তুমি যে শেখালে সেই বুকভরা প্রেম
মাটিতে যে ছুঁড়ে ফেলা যায়।
[কত সহজেই যে পর হওয়া যায়]-২
তুমি তা শেখালে জানলাম বাঁধা ঘর
অনায়াসে ভেঙ্গে দেয়া যায়
[কত সহজেই যে পর হওয়া যায়]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *