কত নামে নামে ডাকি গানে গানে,
দাওনা তো দেখা কভু ভক্তজনে।।
কখন শ্যামাঙ্গিনী,কখন কালী
কখন কালী শ্যামা মাগো
হও করালী মুন্ডমালী
কত নাম আরতি করি মনে মনে
কত নামে নামে ডাকি গানে গানে
দাওনা তো দেখা কভু ভক্তজনে।
তুমি খড়গ হাতে কর
অসুর সংহার,
অসুর দলনী তাই নামটি তোমার।।
কভু মাগো তারা তুমি,
করুনারই ধারা তুমি।।
এ কেমন লীলা তব ভাবি এ মনে
দেখা দেবে কবে মা,অধমজনে
কত নামে নামে ডাকি গানে গানে
দাওনা তো দেখা কভু ভক্তজনে।
অন্তরে রেখ শুধু নামটি তোমার।।
তুমি ছাড়া কিছু আর
নাই চাহিবার।।
অন্তরে রেখ শুধু নামটি তোমার
দূর কর তম:ঘন দু:খ ব্যথা,
ত্রিতাপ হারিনী ওগো বিশ্বমাতা।।
হাত ধরে নিয়ে যাও,
ও চরণে ঠাঁই দাও।।
এইটুকো মিনতি মোর তব চরণে
ফিরায়ে দিওনা মাগো দীনজনে।
কত নামে নামে ডাকি গানে গানে
দাওনা তো দেখা কভু ভক্তজনে
কখন শ্যামাঙ্গিনী,কখন কালী
কখন শ্যামা মাগো
হও করালী মুন্ডমালী
কত নাম আরতি করি মনে মনে
কত নামে নামে ডাকি গানে গানে
দাওনা তো দেখা তবু ভক্তজনে
দাওনা তো দেখা কভু ভক্তজনে।।