কতই রঙ্গ দেখি দুনিয়ায় – Katoi Ranga Dekhi Duniyay (ছায়াছবি: হীরক রাজার দেশে)

 কতই রঙ্গ দেখি দুনিয়ায়

Katoi Ranga Dekhi Duniyay

ছায়াছবি: হীরক রাজার দেশে(১৯৮০)

কথা,সুর ও সংগীত: সত্যজিৎ রায়

কণ্ঠ: অমর পাল

কতই রঙ্গ দেখি দুনিয়ায়

ও ভাই রে,ও ভাই

কতই রঙ্গ দেখি দুনিয়ায়

[আমি যেই দিকেতে চাই

দেখে অবাক বনে যাই]-২

আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে,ও ভাই

অর্থ কোনো খুঁজে নাহি পাই রে

ভাই রে,ভাই রে

আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে

[দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে

মন্দ যে সে সিংহাসনে চড়ে]-২

ও ভাই,সোনার ফসল ফলায় যে তার

দুই বেলা জোটে না আহার

সোনার ফসল ফলায় যে তার

দুই বেলা জোটেনা আহার

হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই

ও ভাই,হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই

ও তার কানাকড়ি নাই,ওরে ভাই রে

ওরে ভাই রে,ভাই রে,কতই রঙ্গ দেখি দুনিয়ায়

ওরে ভাই রে,ও ভাই,কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *