কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো | Kakhon Je Tui Baro Holi Bujhte Parini To | Key Lyrics

a logo for keylyrics.com
কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো
Kakhon Je Tui Baro Holi Bujhte Parini To
কথা: তারকনাথ মুখার্জী
সুর: তারকনাথ মুখার্জী
কণ্ঠ: রঞ্জিনী মুখার্জী,অনুরণন

কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো

[কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো,
আমার চোখে ছোট্ট যে তুই আজো আগের মতো]-২
[এই তো সেদিন করতি খেলা শুয়ে আমার কোলে,
ঠোঁট ফুলিয়ে উঠতি কেঁদে চোখের আড়াল হলে]-২
আধো আধো বলতি কথা মিষ্টি সুরে কত,
আমার চোখে ছোট্ট যে তুই আজো আগের মতো।
(তোমার চোখে ছোট্ট আমি আজো আগের মতো)
[এই তো সেদিন নতুন জামা নতুন জুতো পরে,
স্কুলে পা রাখলি প্রথম আমারি হাত ধরে]-২
ছোট্ট হয়ে গেছে দেখি সেই জামা আর জুতো
আমার চোখে ছোট্ট যে তুই আজও আগের মতো।
(তোমার চোখে ছোট্ট আমি আজো আগের মতো)
[সেই শুভদিন আসবে কবে কখন কেবা জানে?
সত্যি যেদিন বড় হবি জ্ঞানে,গুণে,মানে]-২
আনন্দে জল আনন্দে জল
দু’চোখ বেয়ে ঝরবে অবিরত
আমার চোখে ছোট্ট যে তুই আজো আগের মতো।
(তোমার চোখে ছোট্ট আমি আজো আগের মতো)
কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো
(তোমার চোখে ছোট্ট আমি আজো আগের মতো)
আমার চোখে ছোট্ট যে তুই আজো আগের মতো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *