ও সে হােক না কালাে
O Se Hok Na Kalo
রামকুমার চট্টোপাধ্যায়
Tappa
ও সে হােক না কালাে
আমার ভাল চোখে লেগেছে।
ও সে হোক না কালাে
আমার ভাল চোখে লেগেছে।
বটগাছের আঠার মত।
বটগাছের আঠার মত
জড়িয়ে ধরেছে।
ও সে হােক না কালাে
আমার ভাল চোখে লেগেছে।
ও সে হােক না কালাে
কালাে আমার গিনিসােনা
পরের কাছে আর রাখবাে না।
কালাে আমার গিনিসােনা
কালাে আমার গিনিসােনা
পরের কাছে আর রাখবাে না।
ওগাে টেরি কাটা কালাে ছোঁড়া
পাগল করেছে।
আমায় টেরি কাটা কালাে ছোঁড়া
টেরি কাটা কালাে ছোঁড়া
টেরি কাটা কালাে ছোঁড়া
পাগল করেছে।
হােক না কালাে
আমার ভাল চোখে লেগেছে।
ও সে হােক না কালাে
আমার ভাল চোখে লেগেছে।
বটগাছের আঠা
বটগাছের আঠার মত
জড়িয়ে ধরেছে।
ও সে হোক না কালাে
আমার ভাল চোখে লেগেছে।
ও সে হােক না কালাে