ও সাথী বোঝো নাকি আছি বিপদে | O Sathi Bojho Naki Achi Bipode | নোটন মালাকার

ও সাথী বোঝো নাকি আছি বিপদে
O Sathi Bojho Naki Achi Bipode
কথা ও সুর: নিতাই দাস
কণ্ঠ: নোটন মালাকার
[ও সাথী বোঝো নাকি
ও সাথী বোঝো নাকি আছি বিপদে
তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে
তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে]-২
[কৃষ্ণ প্রেমে যেমনভাবে
পড়েছিলো রাধা,
তেমনিভাবে তোমার প্রেমে
আছি আমি বাঁধা]-২
[দাউ দাউ করে জ্বলে আগুন]-২
আমার এ দিলে,
[তোমার জন্য আজও
আমার প্রাণ কাঁদে]-২
[কী করিব কোথায় যাবো
বলো গো আমায়,
জীবন দিয়ে আমি ভালো
বেসেছি তোমায়]-২
[আমার জীবন-তরী সব সঁপিলাম]-২
তোমার শ্রীপদে,
[তোমার জন্য আজও
আমার প্রাণ কাঁদে]-২
[নিতাই বলে ভালোবাসা
ঈশ্বরের দান,
ভালোবেসে চাই গো দিতে
প্রেমের প্রতিদান।
নোটন বলে ভালোবাসা
ঈশ্বরের দান,
ভালোবেসে চাই গো দিতে
প্রেমের প্রতিদান।
[তুমি আমায় ভালোবাসলে শুধু]-২
লোভের আশাতে,
[তোমার জন্য আজও
আমার প্রাণ কাঁদে]-২
ও সাথী বোঝো নাকি
ও সাথী বোঝো নাকি আছি বিপদে
[তোমার জন্য আজও
আমার প্রাণ কাঁদে]-৪

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *