ও শ্যাম যখন তখন,
খেলনা খেলা অমন।।
ধরিলে আজ
তোমায় ছাড়বোনা
না না না ধরিলে আজ
তোমায় ছাড়বোনা।
দুই হাতে মনের সুখে,
মাখাবো আবীর মুখে
আজকে এই খেলাতে
হারবোনা না না
আজকে এই খেলাতে
হারবোনা।
ও শ্যাম যখন তখন,
খেলনা খেলা অমন।
ধরিলে আজ
তোমায় ছাড়বোনা
না না না ধরিলে আজ
তোমায় ছাড়বোনা।
করোনা আর সেই চাতুরী,
ভেঙ্গে দেব জারিজুরি।।
লোকেদের মন্দ কথার,
ধার ধারবোনা।।
ধরিলে আজ
তোমার ছাড়বোনা
না না ধরিলে আজ
তোমায় ছাড়বোনা।
ও শ্যাম যখন তখন,
খেলোনা খেলা অমন।
ধরিলে আজ
তোমায় ছাড়বোনা
না না ধরিলে আজ
তোমায় ছাড়বোনা।
বারে বারে ফাঁকি দিয়ে,
জিততে তুমি যাও পালিয়ে।।
এ খেলা মানতে তোমার,
আর পারবোনা।।
ও ধরিলে আজ
তোমায় ছাড়বোনা
না না ধরিলে আজ
তোমায় ছাড়বোনা
ও শ্যাম যখন তখন,
খেলোনা খেলা অমন।
ধরিলে আজ
তোমায় ছাড়বোনা।
না না না ধরিলে আজ
তোমায় ছাড়বোনা।
(ছবি-বসন্ত বিলাপ
শিল্পী-আরতি মূখার্জী ও
সুজাতা মূখার্জী/
শ্রেয়া ঘোষাল)