ও মা পতিতপাবনী গঙ্গে

ও ও ও মা পতিতপাবনী গঙ্গে
পতিতপাবনী গঙ্গে
শান্তিদায়িনী গঙ্গে
ও ও ও মা পূর্ণ বাহিনী গঙ্গে
ও ও ও মা পতিতপাবনী গঙ্গে।

পাষাণের কন্যা নও তো পাষাণ
মাগো ও ও ও মাগো
পাষাণের কন্যা নও তো পাষাণ
সুজলা ধরনী মাগো
তোমারি তো দান
কখনো ভাঙ্গ ! কখনো গড়ো !
কখনো দুকূল প্লাবিত করো
তুমি শেখাও মা জীবন চলে
জোয়ার ভাটার সঙ্গে।
ও ও ও মা পতিতপাবনী গঙ্গে
পতিতপাবনী গঙ্গে
শান্তিদায়িনী গঙ্গে
ও ও ও মা পূর্ণ বাহিনী গঙ্গে।

কখনো আবাহন কখনো বির্সজন
মাগো ও ও ও মাগো
কখনো আবাহন কখনো বির্সজন
কখনো যে ভালোবাসায়
ভরা এ জীবন ;
কখনো এ মন শূণ্য শূণ্য
কখনো হৃদয় পরিপূর্ণ
তুমি দেখাও মা দুঃখ আছে
সকল সুখের সঙ্গে।
ও ও ও মা পতিতপাবনী গঙ্গে
পতিতপাবনী গঙ্গে
শান্তিদায়িনী গঙ্গে
ও ও ও মা পূর্ণ বাহিনী গঙ্গে
গঙ্গে এ এ এ এ মা গঙ্গে।।।

(ছবি-হরিশ্চন্দ্র শৈব্যা
শিল্পী-কিশোর কুমার)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *