ও মা তারা তোকে ছাড়া, মন বসে না আমার
O Maa Tara Toke Chara, Mon Bose Na Amar
শিল্পী-কুমার শানু
ও মা তারা তোকে ছাড়া,
মন বসে না আমার,
মন বসে না।।
তোকে না দেখলে পরে
প্রাণ ভরেনা আমার
মন ভরে না।
ও মা তারা তোকে ছাড়া
মন বসেনা আমার
মন বসে না।
বিভোর হয়ে তোর ওই রূপে
তোকে নিয়ে রই যে সুখে
কাছে না থাকলে চোখে
জল ঝরে না ;
মা বিভোর হয়ে তোর ওই রূপে
তোকে নিয়ে রই যে সুখে
কাছে না থাকলে চোখে
জল ঝরে না।
কাছে না থাকলে চোখে
জল ঝরে না।
প্রাণ ভরেনা আমার,
মন ভরেনা।।
ও মা তারা তোকে ছাড়া
মন বসে না আমার
মন বসে না।
ও আঁধারে মা দেখা আলো,
মোছা আমার মনের কালো,
তুই না চালালে মা,
কিছুই চলেনা।।
তুই না চালালে মা
আমার চলে না
প্রাণ ভরে না আমার,
মন ভরে না।।
ও মা তারা তোকে ছাড়া,
মন বসে না আমার,
মন বসে না।।
তোকে না দেখলে পরে
প্রাণ ভরে না আমার
মন ভরে না।
ও মা তারা তোকে ছাড়া
মন বসে না আমার
মন বসে না।