ও মাইয়ারে,মাইয়ারে তুই, অপরাধী রে || Mayare mayare tui aporadhire

শিরোনামঃ অপরাধী
কন্ঠঃ আরমান আলিফ
কথাঃ আরমান আলিফ
সুরঃ আরমান আলিফ
সঙ্গীতঃ অংকুর মাহমুদ

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম,
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম।
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম,
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম।
ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাঁই,
এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই।
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে,
তুই যারে যা উইড়া যারে অন্য খাঁচাতে।

ও মাইয়ারে,মাইয়ারে তুই, অপরাধী রে ,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী , তোর ক্ষমা নাই রে।

তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম,
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম।
হাই রে ! রাইতের পর রাইত জাইগা গান লিখিতাম,
আমার সেই গানেরও সুরে তোরে খুঁজিয়া লইতাম।
এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে?
এতো ভালোবাসার পরেও আমার কম কি ছিলো রে?
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়,
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়।

ও মাইয়ারে,মাইয়ারে তুই,অপরাধী রে ,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী,তোর ক্ষমা নাই রে।

তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না,
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না।
কারো হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না,
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভীড় জমায় না।
এখন তাঁরার মতো জ্বলে নেভে কষ্ট গুলা রে,
আমি গীটার সুর সাথে লইয়া ভালোই আছি রে।
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়,
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়।

ও মাইয়ারে, মাইয়ারে তুই, অপরাধী রে,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী,তোর ক্ষমা নাই রে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *