ও মন ময়না, দুটো কৃষ্ণ কথা বল | O Mon Moyna, Duto Krishno Kotha Bol | Key Lyrics

ও মন ময়না, দুটো কৃষ্ণ কথা বল
O Mon Moyna, Duto Krishno Kotha Bol
তুলিকা মণ্ডল
ও মন ময়না, ও মন ময়না
দুটো কৃষ্ণ কথা বল।।
দুটো কৃষ্ণ কথা বল।।
কৃষ্ণ কথা ভেবে ভেবে।।
ফেল রে আঁখিজল
ও মন ময়না, ও মন ময়না
দুটো কৃষ্ণ কথা বল।।
এসেছ এই মাটিতে,
যেতে হবে এই মাটিতে।।
শেষের দিনে এই হরিনাম।।
হবে রে সম্বল
ও মন ময়না,ও মন ময়না
দুটো কৃষ্ণ কথা বল।।
দুটো কৃষ্ণ কথা বল।।
টাকা পয়সা জমিদারী,
সকলে রইবে পড়ি।।
সাড়ে তিন হাত মাটির ভিতর।।
হবে রে তোর ঘর
ও মন ময়না,ও মন ময়না
দুটো কৃষ্ণ কথা বল।।
কৃষ্ণ কথা ভেবে ভেবে।।
ফেল রে আঁখিজল
ও মন ময়না,ও মন ময়না
দুটো কৃষ্ণ কথা বল।।
দুটো কৃষ্ণ কথা বল।।
যাবে যদি ভবপারে,
ডাকো রাধা কৃষ্ণ হরে।।
হারাধন বাউলে বলে।।
করিস না রে ছল।
ও মন ময়না,ও মন ময়না
দুটো কৃষ্ণ কথা বল।।
দুটো কৃষ্ণ কথা বল।।
কৃষ্ণ কথা ভেবে ভেবে।।
ফেল রে আঁখিজল
ও মন ময়না,ও মন ময়না
দুটো কৃষ্ণ কথা বল।।
দুটো কৃষ্ণ কথা বল।।
দুটো কৃষ্ণ কথা বল।।
দুটো কৃষ্ণ কথা বল।।

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *