ও নিমাই দাঁড়ারে
O Nimai Darare
কথা ও সুর : সংগ্রহ
ও নিমাই দাঁড়ারে,
দাঁড়ারে নিমাই, দেখিবো তোমারে রে
নিমাই দাঁড়ারে…
নিমাই যখন জন্মরে নিলো
নিমও গাছের তলে
হয়ে যদি মরতো নিমাই,
না লইতাম কোলে রে..
নিমাই দাঁড়ারে … ।।
কোথা হতে আইলোরে গুরু
বসতে দিলাম ঠাঁই
সে অবধি নিমাইর মূখেরে,
(ও নিমাই রে)
মা বলে ডাক নাই ওরে ।।
আগে না জানিয়ারে নিমাই,
আগে না বুঝিয়া
আগে যদি জানতাম তবে,
না করাইতাম বিয়া ।
রে নিমাই দাঁড়ারে ।।
ঘরে বধু বিষ্ণুপ্রিয়া
জ্বলন্ত আগুনী,
কেমনে ধরে রাখবো তারে
দিয়া মূখের বানী রে
নিমাই দাঁড়ারে .. ।।
সন্যাসী না হইওরে নিমাই,
বৈরাগী ও না হইও
নগরও মাঙ্গিয়া আনব রে…
(ও নিমাই রে…)
ঘরে বইসা খাইও রে ।।
{সন্ন্যানী না হইয়োরে নিমাই
বৈরাগী না হইয়ো
ঘরে বসে কৃষ্ণ নামটি রে
(ও নিমাই রে)
মায়েরে শোনায়ো।।}
দেখরে নদীয়াবাসী,
দেখরে চাহিয়া,
নিমাই চাঁদ সন্ন্যাসে যায়রে …
জননী ছাড়িয়া রে নিমাই দাঁড়া রে ।
ও নিমাই দাঁড়া রে …
দাঁড়ারে নিমাই, দেখিবো তোমারে রে
নিমাই দাঁড়ারে ।।
2
কথা: মোহাম্মদ ওসমান খান
প্রথম শিল্পী: অনন্তবালা বৈষ্ণবী
মেগাফোন রেকর্ড
নিমাই দাঁড়ারে
দাঁড়ারে নিমাই দেখিব তোমারে ॥
কোথা হতে এলো গুরু
বসতে দিলাম ঠাঁই
সেই অবধি নিমাইর মুখেরে
মা বলা ডাক নাই ..॥
দেখোরে নগরের লোক
দেখোরে দাঁড়ায়ে (দাঁড়াইয়া )
নিমাই চান সন্যাসে গেলোরে
জননী ছাড়িয়ারে ॥
ঘরের বঁধূ বিষ্ণুপ্রিয়ে (প্রিয়া )
জ্বলন্ত অগিনি
আর কতদিন রাখবো -নিমাইরে
আমি দিয়ে মুখের বাণীরে ।। নিমাই দাঁড়ারে…