ও তুই মাটির মায়ের পূজা করে
O Tui Matir Mayer Puja Kore
কথা-পবিত্র গাইন
শিল্পী-স্মৃতিকনা রায়
ও তুই মাটির মায়ের পূজা করে
কত ভক্তি দেখালি রে
ঘরে কাঁদে জনমদুঃখী মা
জগতে নাই মায়ের তুলনা
জগতে নাই মায়ের তুলনা।
মায়ের মত কেউ নাই আপন
কেনো বুঝিছ না রে ও মন
জগতে নাই মায়ের তুলনা
জগতে নাই মায়ের তুলনা।
ও তুই মাটির মায়ের পূজা করে
কত ভক্তি দেখালি রে
মাটির মায়ের পূজা করে
কত ভক্তি দেখালি রে
ঘরে কাঁদে জনমদুঃখী
জগতে নাই মায়ের তুলনা
জগতে নাই মায়ের তুলনা।
দশ মাস দশদিন গর্ভে ধরে,
জন্ম দিল যে মা তোরে,
বুকের সুধা করাইল পান।।
তুই মায়ের নাড়ির সেরা ধন
কত স্নেহে করলো পালন।
তুই মায়ের নাড়ির সেরা ধন
কত কষ্টে করলো পালন।
সইল মায়ে কত যন্ত্রনা।
জগতে নাই মায়ের তুলনা
জগতে নাই মায়ের তুলনা।
পিতা যদি যায় গো মরে,
সন্তানকে মা বক্ষে ধরে,
কত কষ্টে করে আমায় মায়।।
বাড়ি বাড়ি ভিক্ষা করে,
সন্তানকে মা মানুষ করে।।
সেই মাকে কেউ কষ্ট দিওনা।
জগতে নাই মায়ের তুলনা
জগতে নাই মায়ের তুলনা।
সন্তানের অসুখ বিসুখে,
ঘুম থাকেনা মায়ের চোখে,
কত নিশি মা জাগিয়া রয়।।
সন্তানের মঙ্গল কামনায়,
কত মা নিজের জীবন দেয়।।
পবিত্র কয় মাকে ভুলোনা।
জগতে নাই মায়ের তুলনা
জগতে নাই মায়ের তুলনা।
মায়ের মত কেউ নাই আপন
কেনো বুঝিছ না রে ও মন
জগতে নাই মায়ের তুলনা
জগতে নাই মায়ের তুলনা।
ও তুই মাটির মায়ের পূজা করে
কত ভক্তি দেখালি রে
মাটির মায়ের পূজা করে
কত ভক্তি দেখালি রে
ঘরে কাঁদে জনমদুঃখী মা
জগতে নাই মায়ের তুলনা,
জগতে নাই মায়ের তুলনা।।