ও জীবন | O Jiban | ছায়াছবি: মায়ের মতো ভাবী (বাংলাদেশ) | বিয়ের লগ্ন (ভারত)

ও জীবন
O Jiban
ছায়াছবি:
মায়ের মতো ভাবী (বাংলাদেশ)
বিয়ের লগ্ন (ভারত) ২০০৮
কথা: মুনশী ওয়াদুদ
সুর: দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
শিল্পী: অনুরাধা পাড়োয়াল
[ও জীবন ও জীবন]-২
এই প্রশ্নের উত্তর
দিতে হবে তোর দিতে হবেই
সত্যি কি আমি অপয়া
পয়মন্ত আমি নই,
আমি কি বৈশাখী ঝড়
বসন্ত আমি নই
ও জীবন ও জীবন।
[এই কি আমার ভাগ্য,
শুধুই কলঙ্কেরই দাগ গো]-২
এই বেঁচে থাকার চেয়ে আমার
ভালো কি নয় মরণ তবেই
আমি কি বৈশাখী ঝড়
বসন্ত আমি নই
ও জীবন ও জীবন।
[প্রেম তো সুখের স্বর্গ,
কেন ভাঙে সেই ঘর গো]-২
এই বুকে আমার কী যে ব্যথার
আগুন জ্বলে জ্বলে নীরবেই
আমি কি বৈশাখী ঝড়
বসন্ত আমি নই
[ও জীবন ও জীবন]-২
এই প্রশ্নের উত্তর
দিতে হবে তোর দিতে হবেই
সত্যি কি আমি অপয়া
পয়মন্ত আমি নই,
আমি কি বৈশাখী ঝড়
বসন্ত আমি নই
ও জীবন ও জীবন।
ও জীবন | O Jiban | ছায়াছবি: মায়ের মতো ভাবী (বাংলাদেশ) | বিয়ের লগ্ন (ভারত)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *