ও মন হংস তুই সাঁতার দেরে কালী সায়রে | O Mon Hongso Tui Satar Dere Kali Sayore

ও মন হংস তুই সাঁতার দেরে কালী সায়রে

O Mon Hongso Tui Satar Dere Kali Sayore

ভবাপাগলার গান

শিল্পী: নিত‍্যগোপাল দাস

ও মন হংস তুই সাঁতার দেরে কালী সায়রে

এপার হতে ভাসতে ভাসতে
যারে ঐ পারে,
ও ও মন হংস তুই সাঁতার দেরে,
কালী সায়রে।
এপার হতে ভাসতে ভাসতে
যা না ঐ পারে,
মন হংস তুই সাঁতার দেরে,
কালী সায়রে ও ও ও।।

সাগরের জল নীলবরণ,
তাতে প্রাণ দে বিসর্জণ।।
পাবি রতন অমূল‍্য ধন।।
উঠবে কমল সহজ সারে
মন হংস তুই সাঁতার দেরে,
কালী সায়রে ও ও।।

শেওলা ভরা অগাধ জলে,
ডুবলি কত পাবি বলে।।
আর ডুবিসনা যারে চলে।।
ধরবে কুম্ভীরে এ এ
মন হংস তুই সাঁতার দেরে,
কালী সায়রে ও ও।।

ও পারেতে সাঁতার কেটে
দিন গেল তোর বৃথাই খেটে।
মন আমার এপারেতে সাঁতার কেটে
দিন গেল তোর বৃথাই খেটে
ভবা কয় চল পারের ঘাটে।।
মিটিয়ে ফেলি দুইজনারে
মন হংস তুই সাঁতার দেরে,
কালী সায়রে ও ও।।
এপার হতে ভাসতে ভাসতে
যা না ঐ পারে,
মন হংস তুই সাঁতার দেরে,
কালী সায়রে ও ও।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *