ও আমার সজনী গো | O Amar Sajoni Go | Key Lyrics

ও আমার সজনী গো
O Amar Sajoni Go
ও মেরে সাথী রে প্যাসে প্যাসে
ओ मेरे साथी रे प्यासे प्यासे
O Mere Sathi Re Pyase Pyase
Movie: Akhri Badla (Hindi)
ছায়াছবি: স্বর্ণ তৃষ্ণা
কথা ও সুর: সলিল চৌধুরী
শিল্পী: কিশোর কুমার,
লতা মঙ্গেশকর

ও আমার সজনী গো

ও আমার সজনী গো কেন আছো দূরে দূরে?
এসো না কাছে সরে
আনন্দের বন্যা আনো একটু পরশ করে
না গো না দূরে তো নয় আমি আছি কাছাকাছি
তোমারই অন্তরে।
দূরত্বের যন্ত্রণা সয়েছি কত জীবন ভরে।
না গো না দূরে তো নয়,হে হে হে।
[জীবনে আজ দোদুল দোলা লেগেছে
ঘুমন্ত বাসনা আজ জেগেছে
দেখো না আকাশও তোমারই শরমে
আজ রেঙ্গেছে]-২
আলিঙ্গনে এসো আমার হৃদয় ভরে।
আনন্দের বন্যা আনো একটু পরশ করে
না গো না দূরে তো নয় আমি আছি কাছাকাছি
তোমারই অন্তরে
দূরত্বের যন্ত্রণা সয়েছি কত জীবন ভরে,
ও আমার সজনী গো কেন আছ দূরে দূরে
এসো না কাছে সরে
আনন্দের বন্যা আনো একটু পরশ করে
ও আমার সজনী গো হো হো।
[তুমি কি জানো না আমি তোমারই
জীবনে মরণে শুধু তোমারই
প্রেমেরি মন তোরে এই দেহ অন্তরে দিয়েছ ভরি]-২
যা চাহ নাও তুলে দিলাম তোমারই পরে
দূরত্বের যন্ত্রণা সয়েছি কত জীবন ভরে,
ও আমার সজনী গো কেন আছো দূরে দূরে
এসো না কাছে সরে
আনন্দের বন্যা আনো একটু পরশ করে
না গো না দূরে তো নয় আমি আছি কাছাকাছি
তোমারই অন্তরে
দূরত্বের যন্ত্রণা সয়েছি কত জীবন ভরে,
না গো না দূরে তো নয়
হে হে হে,হে হে হে,হে হে হে।

 

O Amar Sajoni Go

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *