ওরে ভবের মায়াতে ও প্রাণপাখি
Ore Bhober Mayate O PranoPakhi
শিল্পী-পরীক্ষিত বালা
[ওরে ভবের মায়াতে ও প্রাণপাখি,
সবি তো ভুলিয়া গেলি]-২
[পেয়ে সাধের জনম করলিনা যতন]-২
সোনা ফেলে রাং কুড়ালি
সবি তো ভুলিয়া গেলি।
ওরে ভবের মায়াতে ও প্রাণপাখি
সবি তো ভুলিয়া গেলি।
[গুরু যে দিলো ধন,ওরে পাগল মন,
যতন করলে তারে ফলিত রতন]-২
[একবার ভজলি না মন
গুরুর দুটি শ্রীচরণ]-২
মানুষের কুলে কালি দিলি
সবি তো ভুলিয়া গেলি
ওরে ভবের মায়াতে ও প্রাণপাখি
সবি তো ভুলিয়া গেলি।
[পেয়ে অনিত্য ধন,হয়ে রইলি অচেতন
পরের জন্য কেঁদে মরিস,
চিনলি না কে আপনজন]
[কাটালি দিন অবহেলায়,
পরে যত মিছে খেলায়]
পারের উপায় না করলি
সবি তো ভুলিয়া গেলি
[ওরে ভবের মায়াতে ও প্রাণপাখি,
সবি তো ভুলিয়া গেলি]-২
[পেয়ে সাধের জনম করলিনা যতন]-২
সোনা ফেলে রাং কুড়ালি
সবি তো ভুলিয়া গেলি।
ওরে ভবের মায়াতে ও প্রাণপাখি
[সবি তো ভুলিয়া গেলি]-৩