ওমা তোর ভূবনে জ্বলে এত আলো | Oma Tor Bhubone Jole Eto Alo | কাজী নজরুল ইসলাম

শিরোনামঃ ওমা তোর ভূবনে জ্বলে এত আলো
Oma Tor Bhubone Jole Eto Alo
শিল্পীঃ শিশির মল্লিক
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
Song: Tor Bhubane Jwale Eto Alo Album Title: Balre Jaba Bal – Kazi Nazrul Islam Artist: Manabendra Mukherjee Music Director: Kazi Nazrul Islam Lyricist: Kazi Nazrul Islam
ওমা তোর ভূবনে জ্বলে এত আলো
আমি কেন অন্ধ মাগো দেখি শুধু কালো।
মা সর্বলোকে শক্তি ফিরিস নাচি
ওমা আমি কেন পঙ্গু হয়ে আছি ,
ওমা ছেলে কেন মন্দ হল জননী যার ভালো।
তুই নিত্য মহা প্রসাদ বিলাস কৃপার দুয়ার খুলি
চির শুন্য রইল আমার ভিহ্মা ঝুলি,
বিন্দু বারি পেলাম না মা সিন্ধুজলে রয়ে
মা ও তোর চোখের কাছে পড়ে আছি চোখের বালি হয়ে,
মোর জীবন্মৃত এই দেহে মা চিতার আগুন জ্বালো।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *