ওই যে মা কালী মা
Oi Je Maa Kali Maa
এ্যালবাম: সাধের মাইয়া
কথা,সুর ও কণ্ঠ: নকুল কুমার বিশ্বাস
[ওই যে মা কালী মা
ওই যে মা দুর্গা মা
সরস্বতী-মনসা-লক্ষ্মী
সবাই মোদের মা;
এই সকল মাকে এক করিলে-
এই সকল মাকে এক করিলেও
হয়না কভু মায়ের তুলনা
ও আমার মা,মাগো ও আমার মা]-২
[দশমাস দশদিন ধরে
কতো কষ্ট করে,
এই পৃথিবীর আলো-বাতাস
(মা) দেখালো তোমারে]-২
[হয়ে প্রসব ব্যথায় দিশেহারা
কত মা যে যায় মারা]-২
তবু জীবন দিয়েও করে সন্তানের
মঙ্গল কামনা।
ও তাই সকল মাকে এক করিলেও
হয়না কভু মায়ের তুলনা।
ও আমার মা,মাগো ও আমার মা।
হাঁড়িতে চাল না থাকিলেও
ভিক্ষে করে মায়;
নিজে না খেয়ে জননী
সন্তানে খাওয়ায়]-২
[সন্তান মলমূত্রে বিছানা ভিজায়
মা গিয়ে তার মাঝে ঘুমায়]-২
সহে সন্তানের সুখের লাগি মা
কত যাতনা।
তাই তোমাদের ওই
সকল মাকে এক করিলেও
হয়না আমার মায়ের তুলনা
ও আমার মা,মাগো ও আমার মা।
ধর্মের টানে সংসার ছেড়ে
যদি কোনো মায়,
পরপারের সুখের আশায়
তীর্থস্থানে যায়।
ধর্মের টানে সংসার ছেড়ে
যদি কোনো মায়,
পুণ্যের আশায় যদি মাগো
তীর্থস্থানে যায়।
[মায়ের মনে পড়লে
ছেলের কান্না-হাসি
ওরে ফেলে আসে গয়া-কাশী]-২
নকুল কয় জীবন থাকতেও
সেই মাকে ভুলো না
ওই সকল মাকে এক করিলেও
হয়না কভু মায়ের তুলনা
ও আমার মা,ও মা ও আমার মা।