ওই কালো ছেমরিটা
আমাক পাগল করেছে
ছবি-কি দারুন দেখতে
শিল্পী-কুমার বিশ্বজিত
লেগেছে নতুন হাওয়া
গোপনে থাকে চাওয়া
ইলিক বিলিক এই অন্তর
পিরিত খোঁজে মন্তর
নাইরে দিশা,আজ হামেশা
তার আশায় মরিছে
ঐ কালো ছেমরিটা হামাক
পাগল করিছে।।
ঐ কালো ছেমরিটা হামাক
পাগল করিছে।
দুনিয়া চরকি লাগে,
বন বন অনুরাগে,
এলোমেলো হইছে সব,
তাই তো দিন দুপুরে,
নাচি তার নূপুরে,
দেখছি নয় ছয় সব।।
নাইরে দিশা আধা মেশা
তার আশায় মরিছে
ঐ কালো ছেমরিটা হামাক
পাগল করিছে।
ঐ কালো ছেমরিটা হামাক
পাগল করিছে।
খুলিয়া মনের তালা,
মিটাবো যত জ্বালা,
আমি আজ হবো তোর,
ভুলিয়া সব কিছু,
ছুটব তোর পিছু,
বুঝিনা রাত কি ভোর।।
নাইরে দিশা,আজ হামেশা
তার আশায় মরিছে
ঐ কালো ছেমরিটা হামাক
পাগল করিছে
ঐ কালো ছেমরিটা হামাক
পাগল করিছে।
লেগেছে নতুন হাওয়া
গোপনে থাকে চাওয়া
ইলিক বিলিক এই অন্তর
পিরিত খোঁজে মন্তর
নাইরে দিশা,আজ হামেশা
তার আশায় মরিছে
ঐ কালো ছেমরিটা হামাক
পাগল করিছে।
ঐ কালো ছেমরিটা হামাক
পাগল করিছে।
ঐ কালো ছেমরিটা হামাক
পাগল করিছে।