ঐ খেদে খেদ করি মাগো, ঐ খেদে খেদ করি অামি

ঐ খেদে খেদ করি মাগো,
ঐ খেদে খেদ করি অামি।।
ঐ খেদে খেদ করি মাগো
তুমি মাতা থাকতে আমার(২)
জাগা ঘরে চুরি।।

মনে করি তোমার নাম করি,
কিন্তু সময় পাসরি মাগো।।
বুঝেছি জেনেছি অাশয় পেয়েছি,
এসব তোমারি চাতুরী।
ঐ খেদে খেদ করি মাগো,
ঐ খেদে খেদ করি অামি।

কিছু দিলে না পেলে না,
নিলে না,খেলে না।।
সে দোষ কি আমারি।
যদি দিতে পেতে,নিতে খেতে।।
দিতাম খাওয়াতাম তোমারি।
ঐ খেদে খেদ করি মাগো,
ঐ খেদে খেদ করি অামি।।

যশ,অপযশ,সুরস,কুরস,
সকল রস তোমারি মাগো।।
রসে থেকে রসভঙ্গ
কেন কর রসেশ্বরী।
প্রসাদ বলে মন দিয়েছ,
মনেরে অাঁখঠারি।।
মা তোমার সৃষ্টি দৃষ্টিপোড়া
মিষ্টি বলে ঘুরি।
ঐ খেদে খেদ করি মাগো,
ঐ খেদে খেদ করি অামি।।
তুমি মাতা থাকতে আমার।।
জাগা ঘরে চুরি।
ঐ খেদে খেদ করি মাগো,
ঐ খেদে খেদ করি অামি।।।

(রামপ্রসাদী গান
জংলা একতালা)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *