এ জনম আর পাব না
E Janam Aar Pabo Na
অ্যালবাম: কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ
কৃষ্ণ ভজন
কথা: শেখর ও রাজু সরকার
সুর ও সংগীত: শেখর
কণ্ঠ: শেখর
[এ জনম আর পাব না
কেন একবার মনে হয়না
বুঝাইলে মনরে আমার
কেন সে বুঝ মানে না
একবার কেন কৃষ্ণ নামে
আঁখি ঝরেনা
মন কেন মজেনা
কেন কৃষ্ণ বলেনা
একবার কেন কৃষ্ণ নামে
আঁখি ঝরেনা]-২
দেখিতে দেখিতে জল
গেল যে শুকাইয়া
শিবারূপে পার হয়ে যান মহামায়া
আরে স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি
বারি নিবারণে কৃষ্ণ শীর্ষপরি
এ জনম আর পাব না
কেন একবার মনে হয়না
বুঝাইলে মনরে আমার
কেন সে বুঝ মানে না
একবার কেন কৃষ্ণ নামে
আঁখি ঝরেনা
মন কেন মজেনা
কেন কৃষ্ণ বলেনা
একবার কেন কৃষ্ণ নামে
আঁখি ঝরেনা।
মহামায়া শ্রীহরির কী যে এক মায়াতে
রক্ষীগণ চেতন হইল গেল নিদ্রাতে
যে সময়ে ভগবান হয় আবির্ভবন
সেইকালে যোগমায়া জন্ম লহরি
এ জনম আর পাব না
কেন একবার মনে হয়না
বুঝাইলে মনরে আমার
কেন সে বুঝ মানে না
একবার কেন কৃষ্ণ নামে
আঁখি ঝরেনা
মন কেন মজে না
কেন কৃষ্ণ বলে না
একবার কেন কৃষ্ণ নামে
আঁখি ঝরেনা।