এতো কঠিন হিয়া তোমার | Eto Kothin Tomar Hiya | Kari Amir Uddin

এতো কঠিন হিয়া তোমার
Eto Kothin Tomar Hiya
কথা ও সুর :- Kari Amir Uddin
এতো কঠিন হিয়া তোমার
জানলে কি ভালোবাসি
ওরে ও নিটুর বিদেশী
আমায় উদাসী বানাইলে রে
পাগল ও বানাইলে রে
ওরে ও নিটুর বিদেশী
ভুলবে না বলিলে পরান
আনন্দ জাগিল আমার রে
দুষমনেরই মুখে এবার
ফুটাইলে মধুর হাসি
ওরে ও নিটুর বিদেশী
সজ্জা সাজাও বলে গেলে
আসবে কইয়া না আসিলে রে
আমায় অনিদ্রায় কেন রাখিলে
কান্দাইলে সারা নিশি
ওরে ও নিটুর বিদেশী
কোকিল ডাকে তমাল ডালে
বুকের আগুন দ্বিগুণ জ্বলে রে
কয় পাগল আমির উদ্দিনে
বাজিল বুকের বাঁশি
ওরে ও নিটুর বিদেশী
এতো কঠিন হিয়া তোমার | Eto Kothin Tomar Hiya | Kari Amir Uddin

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *