এখনো নেভেনি হোমের আগুন
Ekhono Neveni Homer Agun
কথা,সুর-ভবা পাগলা
কন্ঠ-বামাপ্রসাদ সিং/গৌতম দাস বাউল
এখনো নেভেনি হোমের আগুন
উঠেছে ধূপের গন্ধ হায়
উঠেছে ধূপের গন্ধ হায়।।
বসন্ত বাতাসে জোছনা নিশিতে,
কেন বা আসিলে প্রেম ঢেলে দিতে।।
ঠেলো না ঠেলো না,চরণে ঠেলো না।।
আমার এ কপাল মন্দ হায়।।
এখনো নেভেনি হোমের আগুন
উঠেছে ধূপেরই গন্ধ হায়।।
বহুদূর হতে এসেছি চলিয়া,
পাষাণ দেবতা পূজিব বলিয়া।।
ঠেলো না ঠেলো না,ও পায়ে ঠেলো না।।
আমার এ কপাল মন্দ হায়।।
এখনো নেভেনি হোমের আগুন
উঠেছে ধূপের গন্ধ হায়।।
খোল খোল ওগো মন্দির দ্বার,
এখনই বন্ধ করোনা।।
ঠেলো না ঠেলো না,চরণে ঠেলো না।।
আমার এ কপাল মন্দ হায়।।
এখনো নেভেনি হোমের আগুন
উঠেছে ধূপের গন্ধ হায়।।