এক পায়ে নূপুর আমার – Ek Paye Nupur Amar | Lyrics | Topu and Anila

 Ek Paye Nupur Amar | Lyrics | Topu and Anila

এক পায়ে নূপুর আমার
তপু ও অনিলা
কথা ও সুর : তপু


এক পায়ে নূপুর আমার অন্য পা খালি

এক পাশে সাগর এক পাশে বালি

তোমার ছোট তরী বলো, নেবে কি?

এক পায়ে নূপুর আমার অন্য পা খালি

এক পাশে সাগর এক পাশে বালি

তোমার ছোট তরী বলো, নেবে কি, নেবে কি?


বলবো না আকাশের চাঁদ এনে দেব

বলবো না তুমি রাজকন্যা

শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি

হোক যত ঝড়বন্যা

আমার ছোট তরী বলো, যাবে কি, যাবে কি?

নয় মিছে আশা নয় শুধু ভালোবাসা

নই অকারণ প্রেমে অন্ধ

জানি তুমি আমি আমাদের তরী

আজব এক বন্ধুত্ব

তোমার ছোট তরী, বলো নিবে কি?


চাঁদের আলো আজ যদি ভাল লাগে

কালো হয়ে যায় ঝাপসা

তোমার এ তরী যদি চলে যায়

ফিরে আর আসবে না

যতো ভালোবাসি তারে দূরে রয়ে যাবে

তা তো আমি জেনেছি

একপায়ে নূপুর তোমার অন্য পা খালি

একপাশে সাগর একপাশে বালি

আমার ছোট তরী বলো যাবে কি, যাবে কি?


এক পায়ে নূপুর আমার অন্য পা খালি

এক পাশে সাগর এক পাশে বালি

তোমার ছোট তরী বলো নেবে কি?

আমার ছোট তরী বলো যাবে কি?

তোমার ছোট তরী বলো নেবে কি?

আমার ছোট তরী বলো যাবে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *