একবার চাঁদ বদনে বল রে ভাই
Ekbar Chand Bodone Bolore Vai
একবার চাঁদ বদনে বল রে ভাই।
বান্দার এক দমের ভরসা নাই।।
কি হিন্দু কি যবনের বালা
পথের পতিত চিনে ধর এই বেলা
পিছে কাল-শমন
আছে সদায় সর্বক্ষণ
কোনদিন বিপদ ঘটাবে ভাই।।
আমার বিষয় আমার বাড়ি-ঘর
সদায় এই রবে দিন গেল রে আমার
বিষয় বিষ খাবা
সে ধন হারাবা
শেষে কাঁদলে কি আর শোনবে তাই।।
নিকটে থাকিতে রে সে ধন
বিষয়-চঞ্চলাতে খুঁজলিনে এখন
অধীন লালন কয়,
সে ধন কোথা রয়
আখেরে খালি হাতে সবাই যায়।।