একদিন এই গান ছড়াবে
Ekdin Ei Gan Chorabe
ছায়াছবি: সিঁদুরের অধিকার
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অনুপম দত্ত
শিল্পী: কুমার শানু
ছায়াছবি: সিঁদুরের অধিকার
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অনুপম দত্ত
শিল্পী: কুমার শানু
একদিন এই গান ছড়াবে
বাংলার আকাশে বাতাসে
আমার গানের সুর চিরকাল চিরদিন
আমার গানের সুর চিরকাল চিরদিন
বেঁচে রবে মন জুড়ে জানি যে।
একদিন এই গান ছড়াবে
বাংলার আকাশে বাতাসে।
এই গানেরই কথা যদি দোলায় গো প্রাণ,
মনে মনে লিখে রেখো গায়কের নাম।।
অনুরোধ এই শুধু তোমাদের
কোনোদিন ভুলোনা আমাকে।
একদিন এই গান ছড়াবে
বাংলার আকাশে বাতাসে।
হায় ভালবাসায় বাঁধা ছোট্ট বাসা,
ভেঙে দিল ঝড় এসে আজ শুধু হতাশা।।
ভালবাসা কেঁদে মরে আমি আজ
গানে গানে খুঁজে মরি তোমাকে
একদিন এই গান ছড়াবে
বাংলার আকাশে বাতাসে।
আমার গানের সুর চিরকাল চিরদিন
আমার গানের সুর চিরকাল চিরদিন
বেঁচে রবে মন জুড়ে জানি যে।
একদিন এই গান ছড়াবে
বাংলার আকাশে বাতাসে।
একদিন এই গান ছড়াবে
বাংলার আকাশে বাতাসে।