একদিকে নিরন্ন মানুষ আরেকদিকে এটম
Ekdike Niranna Manush Arekdike Atom
কথা: মুনশী ওয়াদুদ
সুর: শেখ সাদী খান
শিল্পী: রফিকুল আলম
[একি খেলা চলছে হরদম]-২
(হরদম হরদম হরদম হরদম)
একদিকে নিরন্ন মানুষ আরেকদিকে এটম!
খেলা চলছে,খেলা চলছে,খেলা চলছে হরদম
[একি খেলা চলছে হরদম
(হরদম হরদম হরদম হরদম)]-২
একদিকে নিরন্ন মানুষ আরেকদিকে এটম!
খেলা চলছে,খেলা চলছে,খেলা চলছে হরদম
[একি খেলা চলছে হরদম
(হরদম হরদম হরদম হরদম)]-২
[ফুটপাতে ভাসমান কারো সংসার
কারো ঘরে ঝাড়বাতি আলোর বাহার]-২
বিবেককে ফাঁকি দিয়ে বেঁচে থাকার
এই কি নিয়ম,এই কি নিয়ম!
খেলা চলছে,খেলা চলছে,খেলা চলছে হরদম
[একি খেলা চলছে হরদম
(হরদম হরদম হরদম হরদম)]-২
একদিকে নিরন্ন মানুষ আরেকদিকে এটম!
খেলা চলছে,খেলা চলছে,খেলা চলছে হরদম
[একি খেলা চলছে হরদম
(হরদম হরদম হরদম হরদম)]-২
[পৃথিবীটা কেন যে বিভক্ত আজ
ধ্বংসের বিভীষিকা করছে বিরাজ!]-২
জীবন কি তবে শুধু এমনি করে
হবে নিলাম,হবে নিলাম!
খেলা চলছে,খেলা চলছে,খেলা চলছে হরদম
[একি খেলা চলছে হরদম
(হরদম হরদম হরদম হরদম)]-২
একদিকে নিরন্ন মানুষ আরেকদিকে এটম!
খেলা চলছে,খেলা চলছে,খেলা চলছে হরদম
[একি খেলা চলছে হরদম
(হরদম হরদম হরদম হরদম)]-২
[কেন এই পরিহাস বলো ভাগ্যের
কেন এত অবক্ষয় মূল্যবোধের?]-২
তাহলে কি পৃথিবীতে মানবতার
নেই কোন দাম,নেই কোন দাম?
খেলা চলছে,খেলা চলছে,খেলা চলছে হরদম
[একি খেলা চলছে হরদম
(হরদম হরদম হরদম হরদম)]-২
একদিকে নিরন্ন মানুষ আরেকদিকে এটম!
খেলা চলছে,খেলা চলছে,খেলা চলছে হরদম
[একি খেলা চলছে হরদম
(হরদম হরদম হরদম হরদম)]-৬