একটু ছোঁয়া একটু দেখা
Ektu Choya Ektu Dekha
ছায়াছবি: চোখের আলোয়(১৯৮৯)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপ্পী লাহিড়ি
কণ্ঠ: আশা ভোঁসলে
[একটু ছোঁয়া একটু দেখা
হাতে হাতে একটু লাগা(হুঁ)]-২
এর বেশি আর কী চাও
বলো আজ রাতে;
এই মৌসুমের একটু হাওয়া
কালো চোখের লুকিয়ে চাওয়া
এর বেশি আর কী চাও
বলো আজ পেতে;
একটু ছোঁয়া একটু দেখা
হাতে হাতে একটু লাগা।
[চাও কি দুটি মনকে পেতে
একটি মনে একসাথে,
স্বপ্ন রঙিন দেখবে বলো
জলসা ঘরের এই রাতে]-২
[তবে এসো কাছে এসো
ভাবনা ছেড়ে পাশে বসো]-২
বাসর জাগি আজ দু’জনে
এই জীবনের শেষ রাতে
একটু ছোঁয়া একটু দেখা
হাতে হাতে একটু লাগা
লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা
[তবে এসো আরো কাছে
নিরালাতে এখানে,
একটু এসো আরো কাছে
এই নিরালার স্বপ্নটাতে]-২
[দুটি মনে একসাথে
মিলেমিশে এক সাথে]-২
আজ একাকার চাই যে হতে
আমরা দু’জন দু’জনাতে
একটু ছোঁয়া একটু দেখা
হাতে হাতে একটু লাগা
এর বেশি আর কী চাও
বলো আজ রাতে
একটু ছোঁয়া একটু দেখা
হাতে হাতে একটু লাগা
লা লা লা লা লা লা লা