একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার | Ekti Bangladesh Tumi Jagroto Jonotar Lyrics

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
Ekti Bangladesh Tumi Jagroto Jonotar Lyrics
সাবিনা ইয়াসমিন
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
তোমার স্বাধীনতা গৌরব সৌরভে
এনেছে আমার প্রানের সূর্যে রৌদ্রেরও সজীবতা
দিয়েছে সোনালী সুখী জীবনের দৃপ্ত অঙ্গীকার।
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
তোমার ছায়া ঢাকা রৌদ্রেরেরও প্রান্তরে
রেখেছি অতল অমর বর্নে মুক্তির স্নেহ মাখা
জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার।
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *